সতেজতায় স্পা

সতেজতায় স্পা

শরীর আর মনের অবসাদ ও ক্লান্তি দূর করে সৌন্দর্য ও সজীবতা ফিরিয়ে আনে স্পা। স্পা শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় এবং শরীরের প্রতিটি কোষে অক্সিজেন ও নিউট্রিয়েন্ট এর সরবরাহ বৃদ্ধি করে। এটি মানুষকে নিয়ে যায় প্রকৃতির কাছাকাছি। প্রাকৃতিক উপাদান ব্যবহার করে, সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে ম্যাসাজ করে স্পা যে কাউকে প্রকৃতির স্নিগ্ধতায় সিক্ত করে।

স্পা এর জন্য ব্যবহার করা হয় সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান,  যেমন- উষ্ণ তেল,লেবু,নিম,স্ক্রাব, এসেন্স যা ত্বককে করে উজ্জ্বল ও সুন্দর। এছাড়া পাথরের ব্যবহারে পাওয়া যায় আয়েশ। স্পা এর জন্য যে পরিবেশ তৈরি করা হয় তাতে থাকে পাখির ডাক বা জলাধারের শব্দ, থাকে সুঘ্রাণের আবেশ।স্নায়বিক চাপ কমাতে তাই মাসে একবার করে নিতে পারেন স্পা।

স্পায়ের উপকারিতা

  • ভেতর থেকে ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করে শরীর ও মনকে সতেজ করে।
  • শরীরের বিভিন্ন পেশি ও নার্ভকে ম্যাসাজের মাধ্যমে শিথিল করার ফলে অবসাদ দূর হয়।
  • দুশ্চিন্তা কমায় এবং ভালো ঘুম আসে।
  • ব্রন ও মেলাসমার সমস্যা দূর করার পাশাপাশি চুল পড়াও রোধ করে।
  • বডি ম্যাসাজ ও স্ক্রাবিংয়ে রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ে এবং শারীরিক ও মানসিক ক্লান্তি দূর হয়।
  • স্পা শরীরের মৃত কোষগুলো ঝরিয়ে ত্বককে করে তুলে কোমল , মসৃন ও উজ্জ্বল।
মনকে শান্ত রাখুন
45GS SEIKO ক্ল্যাসিক হাত ঘড়ির রোল মডেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close My Cart
Close Wishlist
Recently Viewed Close
Close
Close
Categories