সুন্দরভাবে কথা বলার কৌশল
সবাই চায় অন্যদের সামনে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে। নিজেকে সঠিক ও স্মার্টলি উপস্থাপন করতে সুন্দরভাবে কথা বলার বিকল্প নেই। সুন্দর ও স্মার্টলি কথা বলা আমাদের ব্যক্তিত্বে আলাদা মাত্রা যোগ করে। শুধু সুন্দর করে কথা বলার গুন আপনার ক্যারিয়ারকে নিয়ে যেতে পারে অনন্য উচ্চতায়।একটু চর্চা ও কিছু নির্দেশনা অনুসরণ করলে সুন্দরভাবে কথা বলা হবে একেবারেই সহজ।
কথা বলুন আত্মবিশ্বাসের সাথে
সবসময় নিজেকে উপস্থাপন ও কথা বলুন আত্মবিশ্বাসের সাথে। যে কোনো বিষয়ে দ্বিধা ছাড়া কথা বললে শ্রোতার মনোযোগ আকর্ষণ করা যায়। কর্পোরেট দুনিয়ায় আত্নবিশ্বাসের সাথে বুদ্ধিদীপ্ত কথা বলা আপনার লক্ষ্য অর্জন অনেক সহজ করে দিতে পারে।
ভালো শ্রোতা হোন
একজন ভালো শ্রোতা গঠনমূলক কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কথায় কর্নপাত করে না। কোনো আলোচনায় যোগ দিলে আগে শুনতে হবে কে কি বলছে। কেউ কোনো কাজ বা কথা বলার সময় অন্য কাজ বা চিন্তা করা যাবে না। আবার হুট করেও মন্তব্য করা যাবে না। মূল বিষয় নিয়ে চিন্তা করে কথা বলতে হবে।
উচ্চারণ করুন শুদ্ধভাবে
সঠিকভাবে উচ্চারণ করার পূর্ব শর্ত হচ্ছে কোন উচ্চারণগুলো ভুল হচ্ছে তা চিহ্নিত করা। কর্পোরেট দুনিয়ায় কথা বলতে হয় সুন্দরভাবে । সেক্ষেত্রে উচ্চারণ সমস্যার কারনে পিছিয়ে পড়তে হয় কয়েক ধাপ। তাই একটা বাংলা অভিধান কিনে নিতে পারেন।
মতামত প্রকাশ করুন সুস্পষ্টভাবে
যথা সময়ে সুস্পষ্ট মতামত প্রকাশ করুন। এমনভাবে কথা বলা ঠিক নয় যাতে কেউ আপনার কথায় বিব্রত হয়। কারো কথার মাঝখানে কথা বলবেন না,যদি বলতে হয় তবে ভদ্রভাবে বলুন এক্সকিউজ মি বা মাফ করবেন।
কথা বলুন শালীনভাবে
সবসময় ভদ্রতা বজায় রেখে কথা বলুন। কথা বলার সময় খারাপ ব্যবহার বা কর্কশ ভাষায় কথা বলবেন না বা কাউকে ইমোশনাল অ্যাটাক করে কথা বলবেন না। কারো কোনো ভুল থাকলে অথবা আপনাকে কেউ আক্রমনাত্মকভাবে কথা বললে তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন ।
শব্দভান্ডার বাড়ান
শব্দভান্ডার বাড়াতে বই পড়ার বিকল্প নেই। বেশি বেশি শব্দ জানলে আপনি আপনার কথাগুলো আরো সুন্দর করে গুরুত্বের সাথে জ্ঞানীদের মতো প্রকাশ করতে পারবেন।
আঞ্চলিকতা এড়িয়ে চলুন
কথা বলার সময় আঞ্চলিকতা পরিহার করুন। শুদ্ধভাবে কথা বললে শুনতেও ভালো লাগে। সঠিকভাবে বাংলা ও ইংরেজি শব্দ উচ্চারণ করতে পারা সুন্দরভাবে কথা বলার জন্য জরুরি।