The 45GS SEIKO Wristwatch
সিকো হাত ঘড়ির 45GS মডেলের ইতিহাস
45GS মডেল ১৯৬৮ সালে বাজারে প্রথম ছাড়া হয়। The 44GS এর সিগ্নেচার ডিজাইনের সাথে মিল রেখে একটু আধুনিক ভাষা দেয়া হয়েছে । 45GS তৈরী করেছে Daini Seikosha, আগের মডেলের চেয়ে একটু বেশী প্রডাক্সন সময় নিলেও ১৯৭৩ সালে এটা লিস্টেড ক্যাটালগে স্থান করে নেয়।
মডেল
৩ টা আলাদা ফিচার-মডেল আছে ৪৫জিএস। নো ডেইট ক্যালিবার 4520A, তারিখ সহ 4522A আর তৃতীয় যে মডেল সেটাকে বলা হচ্ছে V.F.A. (Very Fine Adjusted) caliber 4580A। V.F.A. কে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিখুত আর সাবলীল সময় গননাকারী। 45GS মডেল ২৭ মিমি ডায়ামিটারে অ্যান্ড ৩-৫ মিমি উচ্চতারেই হাত ঘড়ি আসলেই একটা অবাক বিস্বয়।