45GS SEIKO ক্ল্যাসিক হাত ঘড়ির রোল মডেল

The 45GS SEIKO Wristwatch

গ্রান্ড সিকো 45GS একটা ট্রেজার হান্ট, আর্কিওলজিকাল সাইটের মত। আমাদের পায়ের নিচের বিশাল রাজত্ব কিন্তু দেখতে পাইনা। জাপানিজ কোম্পানি’র একটা মাস্টারপিস ওয়াস সিকো। সিকো’র ঘড়ির মডেল ‘টারো টানাকা’র “গ্রামার অব ডিজাইন” এর পুরো প্রতিচ্ছবি ফুটে উঠে।

 

সিকো হাত ঘড়ির 45GS মডেলের ইতিহাস

45GS মডেল ১৯৬৮ সালে বাজারে প্রথম ছাড়া হয়। The 44GS এর সিগ্নেচার ডিজাইনের সাথে মিল রেখে একটু আধুনিক ভাষা দেয়া হয়েছে । 45GS তৈরী করেছে Daini Seikosha, আগের মডেলের চেয়ে একটু বেশী প্রডাক্সন সময় নিলেও ১৯৭৩ সালে এটা লিস্টেড ক্যাটালগে স্থান করে নেয়।

মডেল

৩ টা আলাদা ফিচার-মডেল আছে ৪৫জিএস। নো ডেইট ক্যালিবার 4520A, তারিখ সহ 4522A আর তৃতীয় যে মডেল সেটাকে বলা হচ্ছে V.F.A. (Very Fine Adjusted) caliber 4580A। V.F.A. কে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিখুত আর সাবলীল সময় গননাকারী। 45GS মডেল ২৭ মিমি ডায়ামিটারে অ্যান্ড ৩-৫ মিমি উচ্চতারেই হাত ঘড়ি আসলেই একটা অবাক বিস্বয়।

সিকো স্টোর ভিজিট করতে পারেনঃ https://bit.ly/3I06MjR

ইমেইজ ক্রেডিটঃ  https://www.hodinkee.com/

 

সতেজতায় স্পা
ঝড় তুলতে আসছে Nothing Phone 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close My Cart
Close Wishlist
Recently Viewed Close
Close
Close
Categories